Header Ads Widget

Ticker

6/trending/ticker-posts

ঢাকা টু সাজেক বাস ভাড়া ২০২৩ | Dhaka To Sajek Bus Ticket Price 2023

ঢাকা টু সাজেক বাস ভাড়া ২০২৩, ঢাকা টু সাজেক ট্রেন ভাড়া, ঢাকা টু সাজেক বাস সার্ভিস, ঢাকা টু সাজেক কত কিলোমিটার, সাজেক ভ্যালি রিসোর্ট ভাড়া, ঢাকা টু খাগড়াছড়ি ট্রেন ভাড়া খাগড়াছড়ি থেকে সাজেক কত কিলোমিটার, সাজেক ট্যুর প্যাকেজ ২০২২, ৭ চট্টগ্রাম থেকে সাজেক কত কিলোমিটার।


ঢাকা টু সাজেক বাস ভাড়া ২০২৩ | Dhaka To Sajek Bus Ticket Price 2023



আপনি যদি খুব শীঘ্রই ঢাকা থেকে সাজেক ভ্রমণ করার প্ল্যান করে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য কেননা এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে সাজেক যাওয়ার বিস্তারিত সবকিছু যেমন:


সূচিপত্র: ঢাকা টু সাজেক বাস ভাড়া ২০২৩ 


এ পর্যায়ে দেখে নিব এই পোস্ট থেকে আপনারা কি কি জানতে পারবেন তার বিস্তারিত ..


  • ঢাকা টু সাজেক বাস ভাড়া ২০২৩

  • ঢাকা টু সাজেক বাস সার্ভিস

  • সাজেক ভ্যালি ভ্রমণ খরচ ২০২৩

  • ঢাকা টু সাজেক ট্রেন ভাড়া

  • খাগড়াছড়ি টু সাজেক চান্দের গাড়ি ভাড়া ২০২৩

  • খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া আসার সিএনজি ভাড়া

  • সাজেক হোটেল ভাড়া ২০২৩

সাজেক ভ্যালি এমন একটি জায়গা যেখানে মেঘ আকাশ সবকিছু একসাথে দেখার সৌভাগ্য হয়ে থাকে যার জন্য ভ্রমণ প্রিয় মানুষদের কাছে এটি অন্যতম দর্শনীয় এবং সুন্দর একটি স্থান । তার আগে চলুন সাজেক কোথায় অবস্থিত এবং সাজেকের সংক্ষিপ্ত কিছু বিবরণ জেনে নেই কারণ আপনি কোন একটা জায়গায় ভ্রমনে গেলে সেই জায়গা সম্পর্কে একটি ধারণা থাকা খুবই জরুরী নয়তো বিপদ হতে পারে।  


সাজেক ভ্যালি সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় বেশ কয়েকটি জেলা ঘিরে এই সাজেক ভ্যালি অবস্থিত  তবে সরাসরি বলা যায় এরা সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সবচেয়ে বড় ইউনিয়ন বাঘাইছড়ি তে অবস্থিত। তো আপনি যদি বাসের মাধ্যমে সাজেক ভ্যালি ভ্রমণ করতে যান তাহলে খাগড়াছড়ি হয়ে তারপর যেতে হবে কারণ রাঙ্গামাটি থেকে পানিপথ ছাড়া অন্য কোন মাধ্যম নাই এই সাজেক ভ্যালিতে যাওয়ার যার জন্য খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিতে যাতায়াত মাধ্যম অনেক সুবিধার। তো চলুন একে একে জেনে নেই ঢাকা টু সাজেক ভ্যালি এর ভাড়া কত এবং কি কি বাস সার্ভিস রয়েছে।


আরো জিজ্ঞাসা: ঢাকা টু সাজেক বাস ভাড়া ২০২৩, ঢাকা টু সাজেক ট্রেন ভাড়া, ঢাকা টু সাজেক বাস সার্ভিস, ঢাকা টু সাজেক কত কিলোমিটার, সাজেক ভ্যালি রিসোর্ট ভাড়া, ঢাকা টু খাগড়াছড়ি ট্রেন ভাড়া খাগড়াছড়ি থেকে সাজেক কত কিলোমিটার, সাজেক ট্যুর প্যাকেজ ২০২২, ৭ চট্টগ্রাম থেকে সাজেক কত কিলোমিটার।



ঢাকা টু সাজেক বাস ভাড়া ও যাওয়ার নিয়ম 

ঢাকা টু সাজেক বাস ভাড়া ও যাওয়ার নিয়ম 


বাসের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি সাজেক যাওয়ার পদ্ধতি কিছুটা ভিন্ন কিভাবে যাবেন এবং বাসে গেলে কি পদ্ধতি অবলম্বন করবেন সেটা একটু বিস্তারিত জেনে নেই তারপর আমি বাসের ভাড়া কত সেগুলো উল্লেখ করব।


  • প্রথমে ঢাকা থেকে খাগড়াছড়ি বাসে যেতে হবে

  • এরপর খাগড়াছড়ি থেকে সিএনজি অথবা জীপ ভাড়া করে যেতে হবে

  • এবার সাজেক ইচ্ছামত যতদিন মন চায় ঘুরে বেড়ান ভ্রমন করুন আনন্দ করুন

  • ঘোরাঘুরি শেষ হলে তারপর আবার রাতে বাসে করে ঢাকায় চলে আসবেন।


মূলত এইভাবেই আপনারা ঢাকা থেকে সাজেক যেতে পারবেন এবং কিভাবে যাবেন কোন জায়গা থেকে কোথায় সেটা আশা করি বুঝতে পেরেছেন আমরা ঢাকা থেকে সাজেক যাওয়ার বাস ভাড়া সম্পর্কে জানি ।

ঢাকা টু সাজেক সকল বাসের ভাড়া ২০২৪ 


এতক্ষণ আপনারা জানলেন যে ঢাকা থেকে কিভাবে সাজেক যেতে হয় এবং কোথায় কোথায় গাড়ি পরিবর্তন করতে হয়। এবার চলুন আমরা দেখে নিই ঢাকা থেকে সাজেক যাওয়ার জন্য কোন কোন বাস সার্ভিস রয়েছে অথবা ঢাকা টু সাজেক যাওয়ার সকল বাস সমূহ


তার আগে আরেকটা কথা মনে রাখবেন যে ঢাকা থেকে সরাসরি সাজেক যাওয়ার কোন বাস সার্ভিস চালু নেই প্রথমে আপনাকে খাগড়াছড়ি যেতে হবে এরপর সেখান থেকে জিপ গাড়ি অথবা  সিএনজির মাধ্যমে আমি কি যেতে হবে কারণ সেখানে অনেক সরু রাস্তা  যার জন্য সেখানে ঢুকতে পারে না


ঢাকা টু সাজেক খাগড়াছড়ি বাস সার্ভিস পরিবহন:


  1. শান্তি পরিবহন 
  2. শ্যামলী পরিবহন 
  3. হানিফ পরিবহন
  4. GreenLine পরিবহন 
  5. ইকোনো ট্রান্সপোর্ট
  6. খাদিজা পরিবহন 
  7. দেশ ট্রাভেলস পরিবহন 


এই সকল সকল পরিবহনের মাধ্যমে আপনারা ঢাকায় যেতে পারবেন এবং সকল পরিবহনের ac bus এবং নন এসি বাস দুটোরি সুবিধা রয়েছে  এসি বাসগুলোর ভাড়া একটু বেশি হয়  তুলনামূলক।


ঢাকা টু সাজেক বাস ভাড়া ২০২৩ 


ঢাকা টু সাজেক বাস ভাড়া জানার আগে জানতে হবে যে ঢাকা থেকে সরাসরি সাজেক যাওয়া যায় না  যার জন্য প্রথমে ঢাকা থেকে রাতে বাসে করে খাগড়াছড়ি যেতে হয়। যার জন্য প্রথমে আমরা জানব যে ঢাকা থেকে খাগড়াছড়ি বাস ভাড়া ২০২৩।


  • ঢাকা-খাগড়াছড়িঃ ৭৫০ টাকা সকল নন এসি বাসের ভাড়া। এছাড়া কিছু লোকাল বাস হয়েছে যেগুলোতে দামাদামি করে তারপর উড়তে পারবেন সেই ক্ষেত্রে আপনার বাসের ভাড়া ৫০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত হতে পারে তবে নরমালি নন এসি বাসের ভাড়া হচ্ছে ৭৫০ টাকা।


  • ঢাকা-খাগড়াছড়িঃ ১২০০ টাকা হচ্ছে সকল এসি বাসের ভাড়া। এসি ইকোনমি ক্লাস যারা এসি বাসের ব্যবহার করে এসেছেন তারা ভাল করেই জানেন যে এসি বাসে একটু সুযোগ-সুবিধা বেশি হলেও সেটার ভাড়া প্রায় দুই গুণ বেশি ।

ঢাকা টু খাগড়াছড়ি ট্রেন ভাড়া


ঢাকা থেকে সাজেক যাওয়ার জন্য অনেকেই ট্রেন খুঁজে থাকেন কিন্তু ট্রেন দ্বারা আপনি সরাসরি সাজেক বা খাগড়াছড়ি কোথাও যেতে পারবেন না আপনাকে যেতে হবে ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত তো ঢাকা থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ভাড়া হচ্ছে SONAR BANGLA EXPRESS (788) 


শোভন চেয়ার: ৪০৫ টাকা 

স্নিগ্ধা এসি চেয়ার: ৮০৫ টাকা 

সোনার বাংলা এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায় সকাল 07:00 am সময় ।

ঢাকা টু সাজেক কত কিলোমিটার


ঢাকা থেকে সাজেক যেহেতু সরাসরি বাসে যাওয়া যায় না তার জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি আগে যেতে হয় এবং সেখান থেকে যেতে হয় সাজেক তাই সব মিলিয়ে বলা যায় ঢাকা থেকে সাজেক সর্বমোট ৩৫৫ কিলোমিটার।


শেষ কথা: ঢাকা টু সাজেক বাসের ভাড়া সম্পর্কে


আশা করছি বন্ধুরা এই পোস্ট থেকে আপনারা ঢাকা টু সাজেক বাসের ভাড়া কত এবং কোন বাসে গেলে আপনারা সুবিধা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এছাড়াও ঢাকা থেকে কিভাবে আপনাকে সাজেক যেতে হবে এবং তার বিস্তারিত  কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। 


আরো জানুন: ঢাকা টু সাজেক বাস ভাড়া ২০২৩, ঢাকা টু সাজেক ট্রেন ভাড়া, ঢাকা টু সাজেক কত কিলোমিটার, ঢাকা টু সাজেক বাস সার্ভিস, সাজেক ভ্যালি ভ্রমণ খরচ ২০২২, সাজেক ভ্যালি ভ্রমণ খরচ ২০২৩, ঢাকা টু খাগড়াছড়ি ট্রেন ভাড়া, খাগড়াছড়ি টু সাজেক চান্দের গাড়ি ভাড়া ২০২৩, খাগড়াছড়ি থেকে সাজেক কত কিলোমিটার।

এখানে আমি আমার নিজস্ব একটি মতামত আপনাদেরকে দিব যে আপনারা সাজেক গেলে খাগড়াছড়ি থেকে যখন সিএনজি বা জীব কারীর মাধ্যমে সাজেক রিসোর্ট এর ভিতরে ঢুকবেন তখন অবশ্যই দামাদামি করে তারপর উঠবেন নয়তো অনেক সময় বাস কন্ট্রাক্টর এবং ড্রাইভাররা অনেক সিন্ডিকেট করে আপনাদেরকে বিপদে ফেলে দিতে পারে তাই একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন। তারপরও কেউ কোন কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন।


ধন্যবাদ সবাইকে ।


Post a Comment

1 Comments

  1. ভ্রমণ পিপাসুদের জন্য খাগড়াছড়ি সবচেয়ে পছন্দের একটি জায়গা। আমি কয়েকবার গিয়ে ছিলাম।

    ReplyDelete