![]() |
আজকের স্বর্ণের দাম বাংলাদেশ, 22 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে 2023, |
আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩। ২৪, ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরি কত।
আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক বৃন্দ আপনারা সকলেই আশা করছি অনেক ভাল আছেন আজকের এই পোষ্ট থেকে আপনারা জানতে পারবেন আজকের স্বর্ণের Related Keywords: আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩, ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম. আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে 2023, 22 ক্যারেট স্বর্ণের দাম কত today, 24 ক্যারেট সোনার দাম কত আজকে, 21 ক্যারেট স্বর্ণের দাম কত today, বাংলাদেশে ২০২৩ এবং ২২ ক্যারেট ২১ ক্যারেট ও ২৪ ক্যারেট স্বর্ণের ভরি কত টাকা , আমরা সকলেই কমবেশি জানি স্বর্ণ একটি ধাতব মুদ্রা এই স্বর্ণ ব্যবহারিত হয় সৌন্দর্য বর্ধিত করার জন্য . এবং বাংলাদেশের সাধারণত এই স্বর্ণের ব্যবহার মেয়েরাই সবচেয়ে বেশি করে থাকে কিছু কিছু দেশে ছেলেরাও এর ব্যবহারে পিছিয়ে নেই।
আজকের স্বর্ণের দাম কত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ: যেই কথাটা না বললেই নয় সেটা হচ্ছে সবকিছুর দাম প্রতিনিয়তই ওঠানামা করে সেই দেশের রিজার্ভের উপর ভিত্তি করে কিন্তু এমন একটি ধাতব পদার্থ রয়েছে যেটার দাম নির্ভর করে আন্তর্জাতিকভাবে ডলারের উপর ভিত্তি করে, এক কথায় যদি বুঝতে চান তাহলে সবকিছুর দাম কমলেও স্বর্ণের দাম কোন সময় কমে না কারণ স্বর্ণ নিজেই একটি সম্পদ. এবং যুগ যুগ ধরে এই স্বর্ণের লেনদেন এই ভাবেই চলে আসছে ।
আমাদের দেশে মেয়েরা সাধারণত এই স্বর্ণ ব্যবহার করে বিভিন্ন গয়না কানের দুল নাকফুল এই রকম অলংকার তৈরির জন্য , বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারপর এই স্বর্ণের দাম নির্ধারণ করা হয়ে থাকে এবং এই স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এবং তারাও দুবাইয়ের যেই স্বর্ণের সাপ্লাই চেইন রয়েছে সেটার উপর ভিত্তি করেই এই দাম নির্ধারণ করে থাকে,আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩।
আপনি যদি কোন গয়না বা অলংকার তৈরি করার ইচ্ছা পোষণ করে থাকেন এবং সেই গয়না অলংকার তৈরি করতে কি পরিমান খরচ হবে সেটার হিসাব করতে চান তাহলে আজকের এই পোস্টটাই আপনার জন্য , যেই কারণে আমরা প্রতিনিয়তই এই স্বর্ণের দাম আপনাদেরকে জানাই, তো এই পোস্ট থেকে আমি আপনাদেরকে এটাই জানাবো যে বর্তমান সময়ে মানে আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩।
আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩.
বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস প্রত্যেক মাসে মাসেই স্বর্ণ এবং রুপার দাম আপডেট করে থাকে তারই ধারাবাহিকতায় গত মাসের অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর ২০২৩ সালে তারা নতুন করে স্বর্ণ এবং রুপার দাম নির্ধারণ করেছে তো চলুন এই পর্যায়ে আমরা জেনে নেই বাংলাদেশ জুয়েলারি সমিতির নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত , এবং পোষ্টের শেষের দিকে আপনারা ২১ ক্যারেট ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট স্বর্ণের ভরি কত টাকা তাও জানতে পারবেন এর জন্য পোস্টটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে।
আজকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২০২৩.
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত টাকা এটা জানতে হলে আপনাদেরকে এই ২২ ক্যারেট স্বর্ণ কোন ধরনের কাজে ব্যবহার করা হয় সেটা একটু সংক্ষেপে বলে নেই. 22 ক্যারেট স্বর্ণ সাধারণত গয়না বা অলংকার বানানোর জন্য ব্যবহার করা হয় কারণ এই ২২ ক্যারেট স্বর্ণ ছাড়া গয়না বা অলংকার বানানো যায় না , তো বাংলাদেশ জুয়েলারি সমিতির নতুন দাম অনুযায়ী আজকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ৯৮ হাজার ২১১ টাকা।
আজকে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২০২৩.
বাংলাদেশ জুয়েলারি সমিতির নতুন নির্ধারণ করা মূল্যর দাম অনুযায়ী আজকে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৯৩ হাজার ৭৭৯ টাকা।
আজকে 18 ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২০২৩.
১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না অলংকার খুব একটা না বানালেও বাংলাদেশে এই ১৮ ক্যারেট স্বর্ণের চাহিদা প্রচুর তো বাংলাদেশ জুয়েলারি সমিতির ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করার নতুন স্বর্ণের মূল্য অনুযায়ী ১৮ ক্যারেট সোনার প্রতি ভড়ির দাম ৮০ হাজার ৩৬৫ টাকা।
আজকে ২৪ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২০২৩.
যেহেতু 24 ক্যারেট সোনা বাংলাদেশে প্রচলন নেই এবং এই সোনা দিয়ে সরাসরি কোন গয়না বা অলংকার তৈরি করা যায় না সেই ক্ষেত্রে এই ২৪ ক্যারেট সোনা আমাদের দেশে ক্রয় বিক্রয় করা হয় না যার জন্য বাংলাদেশ জুয়েলারি সমিতি থেকে এই ২৪ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়নি আশা করছি বুঝতে পেরেছেন।
আজকে স্বর্ণের দাম কেমন.
ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ২২ ক্যারেট ২১ ক্যারেট ও ২৪ ক্যারেট স্বর্ণের ভরি কত টাকা, এবং গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ জুয়েলারি সমিতি যেই স্বর্ণ এবং রুপার মূল্য নির্ধারণ করেছিল সেটার সাথে আজকের ২২ ক্যারেট স্বর্ণের মূল্য তুলনা করলে প্রায় ১ হাজার ৭৪৯ টাকা দাম কমেছে, অতএব ধরেই নেয়া যায় যে গত মাসের তুলনায় এই মাসে স্বর্ণের দাম কিছুটা কমেছে প্রায় দুই হাজার টাকার মত,
২২ ক্যারেট ১ আনা সোনার দাম : ৬২৯৯ টাকা
২২ ক্যারেট চার আনা সোনার দাম : ২৫১৯৫ টাকা
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম : ৮৬৪৩ টাকা
সর্বশেষ আপডেট : দুই অক্টোবর ২০২৩
আশা করছি এই পোস্ট থেকে আপনারা আজকের সোনার দাম কত সেটা জানতে পেরেছেন তারপরও যদি কেউ কোন কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
ধন্যবাদ আজকের পোস্ট এ পর্যন্তই।
0 Comments