Header Ads Widget

Ticker

6/trending/ticker-posts

যে কোন এপ্লিকেশন কিভাবে গুগল প্লে স্টোরে আপলোড করবেন? এবং কি কি প্রয়োজন? Sartt Bc, sartybc, bc sarty, sarty bc

Sartybc, sarty bc,

যে কোন এপ্লিকেশন কিভাবে গুগল প্লে স্টোরে আপলোড করবেন? এবং কি কি প্রয়োজন?

Sartybc, sarty bc, sartybb, sartydd, sartycb, bc sarty, bcsarty, sartycb, sartydd, sartybc, sartycb, sartycb, sartybc, bc sarty, sarty bc, sartycb, bcsarty, sartybb, sartydd, sartybc, sartybc, sartybb, sartycb


আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়েছি।  আমাদের আজকের এই পোস্টে আপনারা দেখতে পারবেন যে কিভাবে গুগল প্লে স্টোরে আপনার যে কোন এপ্লিকেশন পাবলিশ করবেন. এবং এর জন্য কি কি প্রয়োজন।


প্রথমে বলে রাখি যে গুগল প্লে স্টোরে আসলে কারা অ্যাপ্লিকেশন পাবলিশ করে এবং আপনার আমার কি আদৌ প্রয়োজন আছে কিনা গুগল প্লে স্টোরে কোন এপ্লিকেশন আপলোড করার? এক কথায় উত্তর হচ্ছে আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হন তাহলে অবশ্যই আপনি গুগল প্লে স্টোরে আপনার অ্যাপ্লিকেশন টি আপলোড করবেন এতে আপনার অ্যাপ্লিকেশনটি থেকে ভালোই ইনকাম করতে পারবেন! তাছাড়া আপনি Google Play Console এর একজন সদস্যও হয়ে গেলেন। চলুন না আরেকটু বিস্তারিত কথা বলি এই বিষয়ে! আশা করছি ধৈর্য সহকারে সম্পন্ন পোষ্টিটি পড়বেন। 


এর আগে আরো একটি পোস্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে অনলাইনে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা সরাসরি এরকম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন অর্থাৎ অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সেই অ্যাপ এর ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট বসিয়ে সেটা কিভাবে Google Playstore এ আপলোড করে সেখান থেকে ভালো পরিমান ইনকাম করা যায়। তো গুগল প্লে স্টোরে অ্যাপ আপলোড করার একমাত্র কারণ হচ্ছে ইনকাম করা আর যারা বিভিন্ন ব্র্যান্ড তারা শুধুমাত্র তাদের কোম্পানির প্রচারের জন্য বিভিন্ন এপ্লিকেশন প্লে স্টোরে আপলোড দেয়।

তো আমরা যেহেতু সাধারণ নর্মাল একজন মানুষ সে ক্ষেত্রে আমাদের এত বড় কোম্পানি অথবা এরকম কোন ব্র্যান্ড ভ্যালু আমাদের কাছে নাই যার জন্য আমরা সাধারণভাবে সিম্পল একটা এপ্লিকেশন ওয়েবসাইট থেকে বানিয়ে এবং সেই আপনার ভিতর অনেক সুন্দর ডিজাইন করে সেগুলো আপলোড দিতে পারলে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারব তাছাড়া অনলাইনে কিন্তু গুগল এডসেন্স ছাড়াও আরও অনেক ধরনের এড নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের এড গুলো আপনারা গুগল প্লে স্টোরে আপলোড দেওয়া অ্যাপ্লিকেশনটিতে ব্যবহার করতে পারবেন। এককথায় হচ্ছে গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আপলোড দেওয়ার একমাত্র কারণ ইনকাম। আশা করছি বুঝতে পেরেছেন।

 


এবার কথা বলি যে গুগল প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন জমা দিলে অর্থাৎ আপলোড করতে হলে আপনার কি কি একাউন্ট লাগবে বা কত টাকার মতো লাগতে পারে এ প্রশ্নগুলো অনেকে করেন তো সেগুলো আমি এখন উত্তর দিব বা আলোচনা করে আপনাদেরকে বিস্তারিত বুঝাবো। যথাসম্ভব আপনার গুগল প্লে স্টোরে কোন এপ্লিকেশন আপলোড দিতে হলে নিম্নোক্ত কয়েকটি জিনিস আপনার লাগবে তা দেখে নিন খুব মনোযোগ সহকারে!


🔸গুগল প্লে স্টোর যদি আপনাকে কোন এপ্লিকেশন পাবলিশ করতে হয় তাহলে এক নাম্বার আপনার একটি "গুগল প্লে কনসোল" অ্যাকাউন্ট লাগবে।  তারপর আপনার কাঙ্ক্ষিত সেই "অ্যাপ্লিকেশনটি. apk" ফাইল যেটির মাধ্যমে আপনি ইনকাম করতে চাচ্ছেন বা তৈরী করেছিলেন। এখানে অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদেরকে আরও একটা কথা বলে দেই আপনারা যারা অ্যাপ্লিকেশন তৈরি করেন তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে গিয়ে জাস্ট কয়েকটা কপি পেস্ট করে বিভিন্ন কন্টেন্ট ভিতরে ঢুকিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলেন এটা কিন্তু মোটেও উচিৎ আপনাদেরকে এমন একটি এপ্লিকেশন তৈরি করা উচিত যেখানে অনেক ফুল এবং ব্যবহারকারীরা অনেক উপকৃত হতে পারবে বা খুবই ইন্টারেস্টিং কিছু অ্যাপ এর ভিতরে থাকতে হবে এরকম একটা এপ্লিকেশন আপনাদেরকে তৈরি করে তারপরেই গুগোল প্লায় কনসলে অ্যাপটিকে সাবমিট করতে হবে। এমনটা যেন না হয় যে এপ্লিকেশন তৈরি করলাম আর হুট করে পাবলিশ করে দিলাম! আমার কথা মনে হয় বুঝাতে পেরেছি।


Professional Logo: যখনই আপনার একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার অ্যাপ্লিকেশনটি যেন খুবই প্রফেশনাল দেখতে হয় আর এটার জন্য একটা লোগো মাছ কিভাবে তৈরি করতে হবে খুব একটিভ করে জানো মানুষ দেখেই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ধারণা পায়। প্রয়োজনে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন যে এই লোগোর সাইজ কত কত রেশিও হবে।


Screenshots & Banner : এরপর আপনার প্রয়োজন হবে এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য চার থেকে পাঁচটা স্ক্রিনশট যেগুলোর মাধ্যমে পুরো অ্যাপলিকেশন ইউস ফুল ফিচার গুলো তুলে ধরতে পারবেন এই এরকম ৪-৫ টা স্ক্রীনশট।  এক্ষেত্রে মনে রাখবেন স্ক্রিনশটগুলো কিন্তু এডিট করা যাবে না আপনারা অবশ্যই সম্পূর্ণ রিয়েল যে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে আছে সেরকমই আপনার স্ক্রিনশট তুলতে হবে স্ক্রিনশটে কোন ধরনের এডিটিং করা যাবে না বা কোন কিছু দেয়া যাবে না যেন পাবলিক এট্রাক্টিভ হয়। Banner: এবং আপনার এই অ্যাপ্লিকেশনটি কাদের জন্য এই অ্যাপ্লিকেশনের ভিতরে কি আছে এবং স্ক্রিনশট সহ আপনি বুঝিয়েছেন দর্শকদের এই সম্পূর্ণ কিছুর ছোট্ট করে একটা ব্যানার তৈরি করবেন মানে একটা ব্যানার অ্যাপ্লিকেশনের সবকিছু ডিটেলস তারা বুঝতে পারে.  ঠিক এরকম ভাবে একটি ব্যানার আপনাকে তৈরি করে প্লে স্টোরে আপলোড দিতে হবে এর জন্য আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করব যে আপনারা গুগোল প্লেস্টরে অলরেডি যে সমস্ত অ্যাপ্লিকেশন পাবলিশ করা আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর দেখে অনেকটা আইডিয়া নিতে পারেন এতে করে আপনাদের তৈরি করতে সহজ হবে.


এবার আসি আমরা জিব গুগল প্লে স্টোর এর সর্বশেষ কিভাবে আমরা অ্যাপ্লিকেশন দিকে পাবলিশ করব পাবলিশ করতে হলে আপনাদেরকে প্রথমে আমি বলে দিয়েছিলাম যে Google play Console একাউন্ট এবং এর সাথে “Google Developer ” অ্যাকাউন্ট খুলে নিতে হবে।  এবং এর সাথে অবশ্যই “Google Wallet Merchant” খুলে তারপর আপনাকে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন গুলো পাবলিস্ট করতে হবে। 


এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই গুগল প্লে স্টোরে কি আমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন পাবলিশ করতে পারব? এর উত্তর হচ্ছে না, আপনারা কখনোই গুগল প্লে স্টোরে বিনামূল্যে কোন এপ্লিকেশন পাবলিশ করতে পারবেন না কারণ সবাই যদি এভাবে বিনামূল্যে অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপলোড দিতে থাকে তাহলে কিন্তু জিনিসটা একেবারে বাজে দেখা যায় আর জানেন যে গুগোল অনেক বড় একটি কোম্পানি তারা এরকম ধরনের কোন কাজ করবে না যেটার জন্য তাদের বাজে দেখায়। তো আপনাদের কি কি কমু ডলার দিয়ে তারপর প্রত্যেকটা অ্যাপ পাবলিশ করতে হবে আর ডাটা কিভাবে করবেন সেটা আপনারা সবাই জানেন যে মাস্টার কার্ডের মাধ্যমে অথবা ইন্টারন্যাশনাল কারেন্সি যেগুলো গুগল সাপোর্ট করে এরকম ধরনের কারেন্সি দিয়ে গুগল মার্চেন্ট ওয়ালেটের  সরাসরি পারচেজ করতে পারবেন।


Sartybc, sarty bc, sartybb, sartydd, sartycb, bc sarty, bcsarty, sartycb, sartydd, sartybc, sartycb, sartycb, sartybc, bc sarty, sarty bc, sartycb, bcsarty, sartybb, sartydd, sartybc, sartybc, sartybb, sartycb


আশা করছি আপনারা আমাদের এই পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই মোটামুটি বুঝতে পেরেছেন। তবু যদি কেউ কোন কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই সাইটের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এতে করে আপনাদের অনেক কিছু বুঝতে এবং জানতে সুবিধা হবে।


ধন্যবাদ সবাইকে আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।

Post a Comment

4 Comments

  1. If the name says it all for one of our experts, it is for Martin Hill. He literally climbs mountains of online casinos to present you the companies that turn out to be real mountaineers. No man has seen the inside of so many casinos in recent years as Martin. We are therefore particularly proud to be able to present Martin Hill's expertise to you on our website.

    ReplyDelete
  2. Awesome content. thanks for sharing information about this and hope will be getting information and i am a regular reader - BestElectroUSA

    ReplyDelete
  3. nice work.
    check - my site
    contact for backlink.

    ReplyDelete