![]() |
আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩, সোনার ভরি কত ২০২৩ বাংলাদেশ?, ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম, |
আজকে সোনার ভরি কত ২০২৩। 21 ক্যারেট স্বর্ণের ভরি কত today
আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক বৃন্দ, আমাদের নিত্য প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী ভিতর একটি বড় সম্পদ হচ্ছে স্বর্ণ . সোনা আমাদের দেশে ছোট থেকে বড় সকল ধরনের মেয়েরা ব্যবহার করে থাকে সৌন্দর্য বর্ধিত এবং সাজগোজ করার জন্য। আপনারা হয়তো এটাও জানেন যে স্বর্ণ সরাসরি ব্যবহার করা যায় না গয়না বা অলংকার হিসাবে এর জন্য এই স্বর্ণ কারিগর দিয়ে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে তারপর ব্যবহার করতে হয়।
সূচিপত্র:
আপনি যদি আজকে সোনার ভরি কত ২০২৩ সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি খুব মনোযোগ সহকারে পড়বেন এবং আপনার পরিবার-পরিজন যে কারোর স্বর্ণ কেনার প্রয়োজন পড়ে তাহলে এই পোস্টটি আপনার অনেক কাজে আসবে কেননা যারা স্বর্ণ ব্যবহার করে তাদের প্রতিনিয়তই এই স্বর্ণের দাম জানা অতীব জরুরী এতে করে স্বর্ণের প্রতিদিনের দাম জানা থাকলে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না। যদি সত্যিকার অর্থেই আপনি সোনার প্রতি ভরির দাম অক্টোবর মাস ২০২৩ তারিখে কত করে বিক্রয় করা হচ্ছে সেটির সম্পর্কে সঠিক এবং সুক্ষ দাম জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। সেই সাথে এই পোষ্টের সকল স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস এর ওপর নির্ভর করে তুলে ধরা হয়েছে এতএব আপনারা নিশ্চিন্তেই এই দাম অনুযায়ী বাজার যাচাই করতে পারবেন।
১ ভরি সোনার দাম কত ২০২৩ Today.
এক ভরি সোনার বর্তমান দাম ২০২৩ জানতে হলে আগে আপনাকে এটা বুঝতে হবে যে স্বর্ণ সবগুলোই একরকম নয় স্বর্ণ একটি হলেও এর ভিতরেই আলাদা আলাদা অনেক প্রকারভেদ রয়েছে যেমন:
- ২১ ক্যারেট স্বর্ণের ভরি কত today
- ২২ ক্যারেট স্বর্ণের দাম কত today
- ২৪ ক্যারেট সোনার দাম কত আজকে
- ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম
ঠিক এই জন্যই আমরা প্রত্যেক ক্যাটাগরির স্বর্ণের এক ভরি দাম ২০২৩ এ কত সেটা আলাদাভাবে জানাবো। তো চলুন আর বেশি কথা না বলে আমরা একে একে প্রত্যেক স্বর্ণের ২৪, ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরি কত জেনে নেই ।
২২ ক্যারেট ১ ভরি সোনার দাম
বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুজ এর নতুন নির্ধারণ করা মূল্যের তালিকা অনুযায়ী বর্তমানে 22 ক্যারেট এক ভরির স্বর্ণের দাম আজকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ৯৮ হাজার ২১১ টাকা। স্বর্ণের দাম যেহেতু প্রতিদিন এই উঠানামা করে সেই দেশের রিজার্ভ উপর নির্ভর করে এবং আন্তর্জাতিক বৈশ্বিক অবস্থা বিবেচনা করে. তাই যখনই আপনারা এই মূল্য দেখে বাজারে গিয়ে স্বর্ণ বা গয়না অলংকার তৈরি করতে যাবেন তখন অবশ্যই আপডেট আজকের বাজারে 22 ক্যারেট স্বর্ণের দাম কত যাচাই করে তারপর গয়না বানানোর অর্ডার দিবেন ।
21 ক্যারেট স্বর্ণের ভরি কত Today
বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস এর গত সাতাশ সেপ্টেম্বর ২০২৩ তারিখে নতুন ভাবে স্বর্ণের মূল্য তালিকা নির্ধারণ করেছিল সেই অনুযায়ী নতুন দাম আসার পরে ২১ ক্যারেট আজকের স্বর্ণের দাম বাংলাদেশে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৯৩ হাজার ৭৭৯ টাকা।
এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের যত গয়না এবং অলংকার তৈরি করা হয় তার সবগুলোই কিন্তু একুশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করতে হয় এছাড়া অন্য যত ক্যাডেট স্বর্ণ রয়েছে সেগুলো দিয়ে আপনি শক্ত গয়না এবং অলংকার তৈরি করতে পারবেন না কারণ সেগুলা খুবই নরম ধাতু দিয়ে তৈরি এই ২১ ক্যারেট স্বর্ণের নামেই গ্রাম অঞ্চলে বাংলা স্বর্ণ বলে পরিচিত।
আজকে 24 ক্যারেট স্বর্ণের ভরি কত ২০২৩
২৪ ক্যারেট স্বর্ণ বাংলাদেশের সাধারণত দুবাই থেকে সরাসরি ইমপোর্টাররা নিয়ে আসে কিন্তু এই স্বর্ণ দিয়ে আপনি কোন গয়না বা অলংকার তৈরি করতে পারবেন না কেননা এতে একেবারেই অরিজিনাল এবং নরম ধাতু দিয়ে শুধু স্বর্ণ থাকে, যাইহোক আজকে 24 ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লক্ষ ২ হাজার ৮৭৬ টাকা . উল্লেখিত এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস যা সরকারিভাবে অনুমোদিত . এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তারা মূল্য নির্ধারণ করে থাকে আমদানির উপরে ভিত্তি করে
১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম
এবার চলুন আমাদের সর্বশেষ যেই স্বর্ণর ক্যারেট রয়েছে সেটার দাম সম্পর্কে আমরা জেনে নেই বর্তমানে ১৮ ক্যারেট স্বর্ণ ব্যবহার করা হয় খুবই শক্তপোক্ত গয়না এবং অলংকার তৈরি করার জন্য যার কারনে এতে খাঁটি স্বর্ণের পরিমাণ কম এবং অন্যান্য ধাতুর পরিমাণ অনেক বেশি যার জন্য এই ১৮ ক্যারেট এক ভরি স্বর্ণের দামও অনেক কম হবে তো বাংলাদেশ জুয়েলারি সমিতির ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করার নতুন স্বর্ণের মূল্য অনুযায়ী ১৮ ক্যারেট সোনার প্রতি ভড়ির দাম ৮০ হাজার ৩৬৫ টাকা।
আশা করছি আপনারা আজকের এই পোষ্ট থেকে সম্পূর্ণ যত স্বর্ণ রয়েছে তার প্রত্যেক ক্যারেটের নির্ধারিত বর্তমান আপডেট করা দাম জানতে পেরেছেন তারপরও যদি কেউ কোনো কিছুর না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ইমেইল অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা পরবর্তী পোস্টে সেই সম্পর্কেও আপডেট তথ্য জানিয়ে দিব
আজকের পোস্ট এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।
0 Comments